শ্রমিকদের ন্যায্য বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকেরা। এতে বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটের সকল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের দাবি পূরণের বিষয়ে এখনও বাস মালিকদের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসায় বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান বাস চালক, সুপারভাইজার ও হেলপারেরা। ধর্মঘটের দ্বিতীয় দিন আজ মঙ্গলবারও নাটোর থেকে আন্দোলনে থাকা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটের কোনো বাস চলাচল করেনি। শ্রমিকেরা বলেন, শ্রমিকদের এই দাবি তাদের ন্যায্য দাবি। দীর্ঘ কয়েক বছর ধরে তাঁরা বাস মালিকদের কাছে তাদের বেতন বৃদ্ধির কথা জানিয়ে আসছেন। কিন্তু বাস মালিকেরা তাদের কথা শুনছেন না। তাই তারা বাধ্য হয়ে ধর্মঘট শুরু করেছেন। দাবি আদায় না হওয়া...