বিসিবি নির্বাচন নিয়ে চলছে জমজমাট নাটক। এতদিন আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবালের প্রতিদ্বন্দ্বিতার কথা শোনা গেলেও হুট করে ফারুক আহমেদও এসে গেছেন। সে যাই হোক, বিসিবি সভাপতি পদে আমিনুল ইসলামকেই সমর্থন দিচ্ছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সাবেক সতীর্থ তামিম ইকবালকে তিনি দেখতে চান অন্য পদে। গণমাধ্যমের সাথে আলাপচারিতায় ‘লিটল মাস্টার’ খ্যাত আশরাফুল বলেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার হলো বিসিবির গত দুইজন সভাপতিই সাবেক অধিনায়ক ছিলেন। বুলবুল ভাই এবং তামিম দুজনই সাবেক অধিনায়ক। তামিমের সব কথা আমরা শুনছি—সে কী কী করতে চায়। অন্যদিকে, বুলবুল ভাই ইতোমধ্যে চার মাস ধরে কাজ করছেন। বুলবুল ভাইয়ের ট্রিপল সেঞ্চুরি প্রজেক্ট আপনারা দেখেছেন। ১৬ বছর ধরে বাংলাদেশে লেভেল-৩ কোচিং কোর্স হয়নি, আম্পায়ারদের কোর্স হয়নি—যা বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য খুবই জরুরি। এসব কাজের উদ্যোগ নিয়েছেন বুলবুল ভাই।’...