আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ভোটের মাঠে সরব হয়েছেন সম্ভাব্য প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা। গাইবান্ধা থেকে জোবায়ের আলী : আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ভোটের মাঠে সরব হয়েছেন সম্ভাব্য প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা। জেলার মোট পাঁচটি আসনে প্রচারে ব্যস্ত সময় পার করছেন তারা। এবারের নির্বাচনে ভোটের মাঠে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে অতীতের দীর্ঘদিনের জোটসঙ্গী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। এর মধ্যে বিএনপির প্রার্থী চূড়ান্ত না হওয়ায় ভোটের মাঠে তাদের মনোনয়নপ্রত্যাশীদের ছড়াছড়ি। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে। নির্বাচনের মাঠে তারা বেশ ফুরফুরে মেজাজে আছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তার দীর্ঘদিনের জোটসঙ্গীরাও আতঙ্কে। তাদের ভোটের মাঠে নামার এখনো কোনো প্রস্তুতি...