এশিয়া কাপ ২০২৫ সুপার ফোর ম্যাচে ভারতের বিপক্ষে ফখর জামানকে ক্যাচ আউট দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার বলে। উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে বল পৌঁছনোর আগে তা মাটিতে লেগেছিল কি না, এ নিয়ে উঠেছে প্রশ্ন।থার্ড আম্পায়ার রিপ্লে দেখে আউট ঘোষণা করলেও পাকিস্তান শিবির সিদ্ধান্ত মেনে নেয়নি। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি পাকিস্তানি টিভি চ্যানেল ‘সামা’-তে বলেন, ‘উনি (থার্ড আম্পায়ার) তো আইপিএল-এও আম্পায়ারিং করবেন, তাই ভারতের পক্ষেই সিদ্ধান্ত দিয়েছেন। ’ আফ্রিদির দাবি, আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট এবং ফখর আসলে আউট ছিলেন না। প্যানেল আলোচনায় থাকা পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ আফ্রিদির সুরেই বলেন, ‘সব অ্যাঙ্গেল দেখাই হয়নি। ফখর তিনটি চার মেরেছিল, বুমরাহকেও সামলেছিল সহজে। তার উইকেট ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ’ পাকিস্তানের আরেক কিংবদন্তি পেসার শোয়েব আখতারও বলেন, ‘ফখর আউট ছিল না। ২৬টি...