খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চতুর্থ তলার সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে তিনি মারা যান। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।আরো পড়ুন:বাস্তবে নেই, কাগজে-কলমেই আছে নাচোলের ৩ উপস্বাস্থ্য কেন্দ্রসাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা বাস্তবে নেই, কাগজে-কলমেই আছে নাচোলের ৩ উপস্বাস্থ্য কেন্দ্র প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানায়, মারা যাওয়া ব্যক্তিকে রাত সাড়ে ১২টার দিকে রূপসা ব্রিজের টোল প্লাজার পাশ থেকে আজিজুল ও ওসমান নামে দুই ব্যক্তি কীটনাশক পান করা অবস্থায় উদ্ধার করে। রাত ১টা ৫৮ মিনিটে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ নম্বর ইউনিটের (১৯-২০) ওয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে ওই যুবক হেঁটে বের হয়ে হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সিঁড়ির দিকে যান।...