যানজট নিরসনের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযানে সড়কের দুই পাশে নির্মিত তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে রহিমানগর বাজারে শতাধিক স্থাপনা ও কচুয়া বিশ্বরোড এলাকার সুলতানা পেট্রোল পাম্পের সামনে থেকে কড়ইয়া ব্রিজ পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কচুয়া-কালিয়াপাড়া সড়কের দুই পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা হোটেল, কনফেকশনারি, মুদি দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয় প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, ‘উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কয়েক...