জুলাই অন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২১তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আজ মঙ্গলবার মোট সাক্ষ্য দিচ্ছেন ৫ জন। এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলছে এই সাক্ষ্যগ্রহণ। প্রসিকিউশন জানিয়েছে, পুলিশ কন্ট্রোল রুমের দুইজন বার্তাবাহকসহ মোট ৫ জনের সাক্ষ্য নেওয়া হচ্ছে। গতকাল সোমবার পর্যন্ত ২০ কার্যদিবসে এই মামলায় ৪৯ জন সাক্ষ্য দিয়েছেন। এদিকে আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানোসহ সাতজনকে হত্যার মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনাল-২ এ। এছাড়া উওরায় জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মেয়র আতিকুল ইসলামসহ...