শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সুপার ফোরের লড়াই শুরু করেছে বাংলাদেশ। এবার অপেক্ষা ভারত ম্যাচের। সেই ম্যাচের প্রস্তুতিপর্বে দেখা গেল অভূতপূর্ব এক দৃশ্য। নাসুম আহমেদ অবতীর্ণ হলেন অন্য ভূমিকায়। নামাজের ওয়াক্ত শুরু হতেই আজান দিলেন মাঠে দাঁড়িয়ে। এরপর অনুশীলনের ফাঁকে মুশতাক আহমেদের ইমামতিতে মাঠেই নামাজ আদায় করলেন নাসুমসহ অনেক সতীর্থ।আরও পড়ুনআরও পড়ুনভারতের কাছে পাকিস্তানের হারের পর বাংলাদেশের সামনে এখন যে সমীকরণ ঘটনাটা গতকাল সোমবারের। ভারত ম্যাচের প্রস্তুতি নিতে মাঠে এসে হাজির হয়েছিল দল। মূল প্রস্তুতি শুরুর আগে চলছিল গা গরম করার পর্ব, দলের সবাই তখন ব্যস্ত ফুটবল নিয়ে কারিকুরিতে। ঠিক তখন নামাজের সময় শুরু হয়। মাগরিবের সে ওয়াক্তে নাসুম আহমেদ তার ভূমিকা বদলে বনে যান মুয়াজ্জিন। মাঠের মাঝে দাঁড়িয়ে আজান দিতে শুরু করেন তিনি।আরও পড়ুনআরও পড়ুন‘বাংলাদেশকে নিয়ে কিছু বলতে তো ভয়ে...