মানুষের জীবন কখনো নিছক জৈবিক চাহিদার পূর্ণতা নয়, এটি এক দীর্ঘ যাত্রা, যেখানে নৈতিকতা, আত্মসংযম ও বিশ্বাসের পরীক্ষা প্রতিটি বাঁকে আমাদের সামনে দাঁড়ায়। ইসলামের দৃষ্টিতে বিবাহ হলো মানব জীবনের একটি স্বাভাবিক ও উত্তম প্রতিষ্ঠান। এটি শুধু সামাজিক বা পারিবারিক কাঠামোর ভিত্তিই নয়, বরং ঈমানের অর্ধেক রক্ষার এক শক্ত প্রাচীর। হাদিসে এসেছে, “যখন মানুষ বিবাহ করে, তখন সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করল। এরপর বাকি অর্ধেকের ব্যাপারে যেন আল্লাহকে ভয় করে।” (বায়হাকি) তবুও প্রশ্ন থেকে যায়, যদি কেউ অবিবাহিত থাকে, তবে কি সে হারাম জীবনযাপন করছে? ইসলামি শরীয়তের দৃষ্টিকোণ থেকে এর উত্তর স্পষ্ট। অবিবাহিত থাকা সত্ত্বাগতভাবে হারাম নয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, “যারা বিবাহের সামর্থ্য রাখে না, তারা যেন সংযম অবলম্বন করে, যতক্ষণ না আল্লাহ তাদেরকে তার অনুগ্রহে সচ্ছল করেন।” (সূরা...