শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫০:৫০ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। মৌলভীবাজার: শারদীয় দুর্গাপূজার উৎসবের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেয়ার জন্য মানবতার কল্যাণে নিবেদিত সাউথ লন্ডন ফাউন্ডেশন এর উদ্যোগে উপহার বিতরণ করা হয়।সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীশ্রী নির্মাই শিববাড়ি ও দয়াময়ী কালীবাড়ি প্রাঙ্গণে এ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শংকরসেনা গ্রামসহ সংলগ্ন এলাকার মানুষ উপহার গ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন শ্রীশ্রী নির্মাই শিববাড়ি কার্যকরী পরিষদের নব নির্বাচিত সভাপতি ডা. সত্যকাম চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ লন্ডন ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সমন্বয়ক আলফাজ উদ্দীন ও নির্মাই শিববাড়ির কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ ধর পার্থ। এছাড়াও উপস্থিত ছিলেন অজয় শর্মা, প্রণব পাল, বাবলু ঠাকুর...