নানা বিতর্ক ছাপিয়ে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে গত রোববার মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে মাঠে গড়ানোর পর আরেকটি বিতর্কের জন্ম দিয়েছে এই ম্যাচ। দুবাইয়ে আগে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন ওপেনার ফখর জামান। তবে তার ক্যাচ নিয়ে চলছে বিতর্ক। ঘটনাটি ঘটে পাকিস্তান ইনিংসের তৃতীয় ওভারে। তখন বোলিংয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। ওভারের তৃতীয় বলটি ফখরের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটের পেছনে ক্যাচ উঠে যায়। তখন বলটি তালুবন্দি করেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন। এরপরেই ভারতীয় খেলোয়াড়েরা উদযাপন শুরু করেন। তবে আম্পায়রা নিশ্চিত ছিলেন না, বলটি স্যামসন ঠিকভাবে তালুবন্দি করেছিলেন নাকি গ্লাভসে বন্দি হওয়ার আগে মাটিতে পড়েছিল। যে কারণে তারা টিভি আম্পায়ারের দ্বারস্থ হন। এরপর টিভি আম্পায়ার ক্যাচটি পর্যালোচনা করে আউটের সিদ্ধান্ত দেন। কিন্তু আম্পায়ারের এমন সিদ্ধান্ত মোটেও পছন্দ...