স্থানীয় এনজিও পলিসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, নাইজেরিয়ার ১০৯ আসনের সিনেটে মাত্র ৪ জন নারী এবং ৩৬০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি পরিষদে আছেন মাত্র ১৬ জন নারী।বিক্ষোভকারীদের একজন, ডরোথি এনজেমানজে, বলেন, “আমরা চাই আইনসভা জনগণের কল্যাণে কাজ করুক।” তিনি জানান, এদিনের বিক্ষোভে এক হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছেন।উল্লেখযোগ্য যে, গত কয়েক বছরে নারীদের জন্য সংরক্ষিত আসনের দাবিতে একাধিকবার আন্দোলন হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।নিউজজি/এস আর বিক্ষোভকারীদের একজন, ডরোথি এনজেমানজে, বলেন, “আমরা চাই আইনসভা জনগণের কল্যাণে কাজ করুক।” তিনি জানান, এদিনের বিক্ষোভে এক হাজারেরও বেশি মানুষ...