মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিজ বসতঘর থেকে মুখ বাঁধা অবস্থায় রাশিদা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম বাইলজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর থানার ওসি (তদন্ত) কহিনূর ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, রাশিদা বেগম স্বামী নকুমুদ্দিনের সঙ্গে প্রায় ৩০ বছর আগে বিচ্ছেদের পর থেকেই ওই গ্রামে একাই বসবাস করতেন। জীবিকার তাগিদে তিনি দীর্ঘ সময় জর্ডানে ছিলেন এবং ১০ বছর আগে দেশে ফিরে আসেন। তার একমাত্র মেয়ে এখনও জর্ডানে অবস্থান করছেন। সোমবার দিনভর রাশিদার এক ভাস্তি ও নাতি তার বাড়িতে বেড়াতে আসেন। পরিবারের দাবি, রাত ২টার দিকে একদল ডাকাত ঘরে হানা দেয়। তারা ভাস্তি ও নাতিকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে ফেলে রাখে। পরে পাশের রুমে ঘুমিয়ে থাকা...