ঢাকা: চ্যাটজিপিটি ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। শিক্ষার্থী ও কর্মীদের জন্য ‘চ্যাটজিপিটি এডু’ নামের একটি বিশেষ সংস্করণ বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের এই প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।এক বছরের সফল পরীক্ষা-নিরীক্ষার পর এবার বৃহৎ পরিসরে এই এআই টুলটি চালু করছে অক্সফোর্ড। এটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোচ্চ সুবিধা পাবেন।চ্যাটজিপিটি এডু হলো ওপেনএআইয়ের তৈরি একটি বিশেষ সংস্করণ, যা বিশ্বজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তৈরি। এতে তথ্য ব্যবহারে কড়া নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নীতিমালা অনুসরণ করা হয়েছে।এই উদ্যোগটি অক্সফোর্ড ও ওপেনএআইয়ের মধ্যে পাঁচ বছরের অংশীদারত্বের অংশ, যার ঘোষণা আসে ২০২৫ সালের মার্চে। পরীক্ষামূলক পর্যায়ে এতে অংশ নিয়েছিলেন প্রায় ৭৫০ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মী। সফলভাবে সেই ধাপ শেষ হওয়ার পর এবার তা সকলের জন্য উন্মুক্ত করা হচ্ছে।যুক্তরাজ্যে অক্সফোর্ডই...