বগুড়া: আদালত চত্বরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে গেছে এক আসামি।কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামির নাম রফিকুল ইসলাম। তার বাড়ি দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। তিনি লসির আকন্দের ছেলে। রফিকুল ইসলামকে সোমবার বগুড়া জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দেয়ার জন্য আনা হয়েছিল। হাজতখানা থেকে কারাগারে ফেরত নেয়ার সময় আদালতের হাজতখানার সামনেই কৌশলে পালিয়ে যায় সে। এ সময় দায়িত্বে থাকা পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসামির পলায়ন ঘটায় চরম অস্বস্তি তৈরি হয়েছে।ঘটনার পরপরই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালানো শুরু করে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, পলাতক আসামিকে দ্রুত ধরতে বিশেষ...