২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পিএম নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে সোমবার (২২ সেপ্টেম্বর) সউদী আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। সউদী কর্তৃপক্ষ ফিলিস্তিন রাষ্ট্রের বিশ্বব্যাপী স্বীকৃতি এবং গাজা ও পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন বন্ধের আহ্বান জানায়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সম্মেলনের সূচনা করেন বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্সের শুভেচ্ছা জানিয়ে। তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে ধন্যবাদ জানান। প্রিন্স ফয়সাল গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, এসব পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি এবং শান্তির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত...