ঢাকা: মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে অভিযুক্ত হয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জানিয়েছে, দুতার্তে তার শাসনামলে পরিচালিত তথাকথিত ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধে’ অন্তত ৭৬টি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন।৮০ বছর বয়সী দুতার্তে গত মার্চ মাস থেকে নেদারল্যান্ডসের একটি আটককেন্দ্রে বন্দি আছেন। সোমবার আইসিসির প্রকাশিত নথিতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলো উল্লেখ করা হয়।দুতার্তের নেতৃত্বে ফিলিপাইনে ‘মাদকবিরোধী যুদ্ধ’-এর নামে হাজারো সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী নিহত হন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা ছিল।গত জুলাইয়ের শুরুর দিকে আইসিসির ডেপুটি প্রসিকিউটর মামে মান্দিয়ে নিয়াংয়ের সই করা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে কয়েক ডজন মানুষের প্রাণহানির পেছনে দুতার্তের ব্যক্তিগত অপরাধমূলক দায় রয়েছে।গত ১১ মার্চ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গ্রেপ্তার হন দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। পরে তাঁকে নেদারল্যান্ডসে স্থানান্তর...