ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে সুশীল সমাজ, নারী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনায় বসবে তারা। এই সংলাপ শুরু হতে পারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে অক্টোবর মাসে। ইসি সূত্র জানায়, সংলাপের সময়সূচি ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনারদের অনুমোদনের পর অংশগ্রহণকারীদের চিঠি ও ফোনে আমন্ত্রণ জানানো হবে। সংলাপের সময় অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারী নেত্রী ও মুক্তিযোদ্ধারাও। এ বিষয়ে প্রতিনিধিদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে ইসিতে ৫০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। নতুন দল নিবন্ধনের প্রক্রিয়াও শেষ পর্যায়ে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ২২টি দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চার-পাঁচটি দল নিবন্ধন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব...