ফুটবলে অসাধারণ পারফরম্যান্স এবং অনন্য প্রতিভার স্বীকৃতিস্বরূপ উয়েফা, ফ্রান্স ফুটবল ও ফরাসি পত্রিকা লেকিপ এর যৌথ আয়োজনে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়ে থাকে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে জমকালো আয়োজনে ৬৯তম ব্যালন ডি’অরের আসর বসেছিল প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে। মৌসুমের সেরা পুরুষ ও নারী খেলোয়াড়ের হাতে পুরস্কার ওঠার পাশপাশি বিভিন্ন ক্যাটাগরিতে আরো ১১ টি পুরস্কার তুলে দেওয়া হয়েছে এই আয়েজনে। ব্যালন ডি’অর (পুরুষ) :উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স) ব্যালন ডি’অর (নারী) :আইতানা বনমাতি (বার্সেলোনা, স্পেন) ইয়াসিন ট্রফি :মৌসুমের সেরা গোলরক্ষককে দেওয়া হয় এই ট্রফি। রাশিয়ার কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াসিনের নামে নামানুসারে পুরস্কারটি দেওয়া হয়। পুরুষ : জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি) ইয়োহান ক্রুইফ ট্রফি :২০২৪ সাল থেকে বর্ষসেরা পুরুষ ও নারী কোচকে সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে। কোপা...