চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের করা রিভিশন আবেদনের শুনানি ফের পিছিয়েছে। মঙ্গলবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালতে রিভিশন পিটিশনের ওপর শুনানি হওয়ার কথা ছিল। তবে সালমান শাহের মা নীলা চৌধুরী এদিন আদালতে উপস্থিন না হওয়ায় ১৩ অক্টোবর নতুন তারিখ দিয়েছেন বিচারক। নীলা চৌধুরী লন্ডনে বর্তমানে লন্ডনে আছেন। তবে সালমানের মামা আলমগীর কুমকুম আদালতে এদিন উপস্থিত হন। বাদীপক্ষের আইনজীবী মো. আবিদ হোসেন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে নতুন দিন ঠিক করেছেন বলে সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন। কদিন আগে যোগাযোগ করা হলে লন্ডনে অবস্থানরত নীলা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের যে অবস্থা, আগে সব ঠিক হোক, স্ট্যাবল হোক। এখন গিয়ে কার কাছে...