অভিযোগকারী রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক শেখ। গত ৪ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান এবং ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের অনুলিপি পাঠানো হয় বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ এবং রাজবাড়ী জেলা প্রশাসকের কাছেও। ওই অভিযোগপত্রে জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আতাউর রহমানের বিরুদ্ধেও সনদ জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে।অভিযোগপত্র এবং সংশ্লিষ্ট সনদপত্র বিশ্লেষণে জানা গেছে, মোঃ আলীমুজ্জামান ১৯৮৭ সালের ২৫ নভেম্বর তৎকালীন তহশীল অফিসে পিওন পদে অষ্টম শ্রেণির সনদ অনুযায়ী চাকরিতে যোগদান করেন। ওই সনদ অনুযায়ী তার জন্মতারিখ ছিল ২৫/১১/১৯৬৮। কিন্তু পরবর্তীতে ১৯৮৯ সালে এসএসসি পাশের সনদে জন্মতারিখ উল্লেখ করা হয় ১৪/০৬/১৯৭৩, যা পূর্বের সনদের সঙ্গে সাংঘর্ষিক। এর ফলে দেখা যাচ্ছে, চাকরিতে যোগদানের সময় তার বয়স ছিল মাত্র ১৪...