নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে গুরুত্বহীন ও উদ্বেগের কারণ নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, এ ধরনের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে অনেক আগে থেকেই হয়ে আসছে এবং এটি দেশের একটি নেতিবাচক সংস্কৃতি। তিনি আরও বলেন, “আমি বিষয়টি পরে জেনেছি। বিমানবন্দরে উপস্থিত থাকলেও তখন জানতাম না, কারণ সেখানে অনেক বাংলাদেশি আমাকে সংবর্ধনা দিয়েছে, স্লোগান দিয়েছে, স্বাগত জানিয়েছে। এজন্য আমি বিব্রত হইনি।” তিনি ডিম ছোড়াকে আমেরিকার গণতান্ত্রিক পরিসরের অংশ হিসেবে দেখলেও এটিকে খারাপ সংস্কৃতি হিসেবে চিহ্নিত করেন। তাহের বলেন, "এটি হতাশ হওয়ার মতো কিছু নয়। ১০ জন এসে ডিম ছুড়তেই পারে। তবে যারা এটা করেছে, তারাই লজ্জিত হওয়ার কথা। এর মাধ্যমে তারা বাংলাদেশকেই অপমান করেছে।" তিনি...