চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তার মায়ের রিভিশন আবেদনের শুনানি পিছিয়েছে। এ রিভিশন আবেদনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা মো. জান্নাতুল ফৈরদৌস ইবনে হকের আদালত এই তারিখ ধার্য করেন। বাদী পক্ষের আবেদনে বলা হয়, এ মামলার নিয়োজিত সিনিয়র আইনজীবী ফারুক আহাম্মদ আন্তজার্তিক অপরাধ দমন ট্রাইবুনাল নং-২ এ প্রসিকিউটর হিসাবে সাক্ষ্য গ্রহণের দায়িত্বে রয়েছেন। সে কারণে আজ তার পক্ষে রিভিশন শুনানি করা সম্ভব হচ্ছে না। এজন্য রিভিশন শুনানির পরবর্তী আবশ্যক। পরে আদালত শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন সকালে রিভিশন শুনানির জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত হন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। তিনি বলেন, ‘পরিবারে কেউ মারা গেলে...