২০১৮ সালের অক্টোবরে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে সিলেটবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়। চিকিৎসা শিক্ষা, গবেষণা ও আধুনিক চিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচনে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির পরিকল্পনায় ছিল বিশাল ক্যাম্পাস, আধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি, নার্সিং ও ডেন্টাল অনুষদ এবং এক হাজার শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল। কিন্তু প্রতিষ্ঠার সাত বছর পরও আলোর মুখ দেখেনি বিশ্ববিদ্যালয়টি। নজিরবিহীন অনিয়ম-দুর্নীতির কারণে শুরুতেই হোঁচট খায় প্রতিষ্ঠানটি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দেশের চতুর্থ এই সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়। জনবল নিয়ে জটিলতা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাসহ নানা টানাপোড়েনের কারণে অনেকটা ‘মুমূর্ষু’ অবস্থায় রয়েছে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকে তিনজন ভাইস চ্যান্সেলর (ভিসি) দায়িত্ব পালন করলেও স্থায়ী ক্যাম্পাসেও যেতে পারেনি প্রতিষ্ঠানটি। যেন কোনো ‘ওষুধেই’ কাজ করছে না। এই অবস্থার মধ্যে কর্তৃপক্ষও বিশ্ববিদ্যালয়টিকে আইসিইউতে নিয়ে...