ঢাকা: পশ্চিমা নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরির আহ্বান জানিয়েছে ইরানের আইনপ্রণেতারা। খবরটি প্রকাশ হওয়ার সাথে সাথে বলা হয়েছে, চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার সাথে যৌথভাবে আরও আটটি পারমাণবিক জ্বালানী স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে তেহরান।স্থানীয় সময় শুক্রবার (১৯ সেপ্টেম্বর), জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তির শর্ত মেনে না চললে এই মাসের শেষে পুরানো নিষেধাজ্ঞাগুলি পুনরায় কার্যকর হবে।পরদিনই এ সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান; তিনি পশ্চিমা দেশগুলো ইরানের অগ্রযাত্রা থামাতে সক্ষম হবে না বলে হুঁশিয়ারি দেন।এদিকে, পশ্চিমা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে আবারও পারমানবিক বোমা তৈরির আহ্বান জানিয়েছেন দেশটির ৭০ জন এমপি। এ বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলে চিঠি দিয়েছেন তারা।এদিকে, রাশিয়ার সাথে পারমানবিক জ্বালানি স্থাপনা তৈরির পরিকল্পনা করছে...