নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে এখনো দল থেকে সবুজ সংকেত দেওয়া হয়নি। দলের পার্লামেন্টারি বোর্ডই চূড়ান্তভাবে প্রার্থীদের মনোনয়ন দেয়। মনোনয়ন দেয়ার ক্ষেত্রে পারফরম্যান্স ও দলীয় কার্যক্রমে সক্রিয়তা বিবেচনা করা হয়। তিনি বলেন, “দলের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তফসিল ঘোষণার পর কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পত্রপত্রিকায় প্রকাশিত কোনো মনগড়া তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি না সৃষ্টির জন্য নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।” রিজভী আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন এবং মনোনয়নপ্রাপ্ত যাকে দলের পক্ষ থেকে ঘোষণা করা হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবেন। তিনি অভিযোগ করেন, বর্তমানে কিছু মিডিয়া এবং চক্র বিএনপির নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যার মাধ্যমে দলের মধ্যে বিভ্রান্তি...