গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামে আগুন লাগার ঘটনায় দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস কর্মীদের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "কালকের ঘটনায় চারজন দগ্ধ হয়েছে এর মধ্যে দুইজনের পরিমাণ খুবই বেশি। আপনারা জানেন এটা একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল। চিকিৎসার মান খুবই ভালো। এরপরেও সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। কোনো অবহেলা করা হবে না। সর্বোচ্চ ব্যবস্থা করা হবে।" রাসায়নিক গোডাউন অপসারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "পুরান ঢাকায় যখন কেমিক্যাল দুর্ঘটনা ঘটে এরপর সেই গোডাউনগুলো মুন্সিগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়েছে। টঙ্গীর ঘটনাটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। দুর্ঘটনা তো দুর্ঘটনা।" ওই গুদামে...