ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় রাতভর প্রবল বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। পৃথক ঘটনায় কলকাতার বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়ারহাট, ইকবালপুর, বেহালা ও হরিদেবপুরে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বিদ্যুতায়িত হয়ে। বৃষ্টির তীব্রতা বেশি ছিল নগরীর দক্ষিণাংশ ও পূর্বাংশে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত কয়েক ঘণ্টার মধ্যে গড়িয়া কামডহরিতে ৩৩২ মিলিমিটার, যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তপসিয়ায় ২৭৫ মিলিমিটার এবং বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জলাবদ্ধতার কারণে কলকাতার সড়ক যোগাযোগের পাশাপাশি আন্তঃনগর ট্রেন ও মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে। জলাবদ্ধ রাস্তাঘাটের কারণে বিপাকে পড়েছেন কলকাতা বিমানবন্দরগামী যাত্রীরা। নিম্ন এলাকাগুলোতে জমে যাওয়া বৃষ্টির পানি...