পোষ্যকোটা ইস্যুতে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। শিক্ষকদের অনেকে পোষ্য কোটার পক্ষ নিলেও এ ব্যবস্থাকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন অনেক শিক্ষক। পোষ্য কোটা ব্যবস্থা বিলোপের দাবি জানানো শিক্ষকদের একজন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘পোষ্য কোটা কোনোকালেই যৌক্তিক ছিল না আমার কাছে। আমি একজন শিক্ষক, আমি সবচেয়ে বড় পদে আছি। আমার সন্তানেরা সব থেকে বেশি প্রিভিলেজ পাবে পড়ালেখার ক্ষেত্রে। তারা আরও বেশি মেধাবী হবে। যদি না হয় আমার সে সামর্থ্য আছে অন্য জায়গায় পড়ানোর। আমি বেসরকারিতে পড়াতে পারবো বা বিদেশে পাঠাতে পারবো। শিক্ষা ও গবেষণা বন্ধ করে কোনো কিছুকেই সমর্থন করি না আমি। এগুলো বাদ দিয়ে কোনো শিক্ষার্থীর দাবি, এমনকি শিক্ষকদের দাবিও আমি সমর্থন করি না।’ গণযোগাযোগ ও...