আজ দিন-রাত সমান। অর্থাৎ ২৪ ঘণ্টার ১২ ঘণ্টা রাত, ১২ ঘণ্টা দিন। ভাবছেন হয়তো এটা নতুন কোনো খবর নাকি? প্রতিদিনই তো রাত দিন ১২ ঘণ্টা করে ২৪ ঘণ্টা। হ্যাঁ, ঠিক যে ২৪ ঘণ্টায় ১ দিন। কিন্তু সেই ২৪ ঘণ্টার ১২ ঘণ্টা দিন এবং ১২ ঘণ্টা রাত নয়। কখনো রাত বড় হয় কখনো দিন বড়। বছরের শুধু দুটি দিন ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনটিতে রাত-দিন সমান হয়। যা সত্যিই অবাক করা এক বিষয়! এমনকি এটি পৃথিবীর সব স্থানেই দিন-রাত সমান হয়। এ সময় (দিন) সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। যাকে বলা হয় ভারনাল ইকুইনক্স। এটা ল্যাটিন ভাষার শব্দ। এর ফলে পৃথিবীর উভয় গোলার্ধেই দিনের দৈর্ঘ্য ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয়ে যায়। বাস্তবে সূর্যের কৌণিক আকার ও...