অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের চার নেতা। সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি অভিযোগ করেন, নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর আওয়ামী লীগের হামলা হয়েছে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়েও রাজনীতিবিদরা কেন নিরাপত্তা পেলেন না, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, রাজনীতিকরা কেনো নিরাপত্তা পেল না? কেনো স্বার্থপরের মতো তিনি ও তার সরকারি কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে বের হয়ে গেলেন? আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাশেদ খান নিজের ফেসবুক পেজে এক পোস্টে এমন কথা বলেন। তিনি তার ফেসবুকে লেখেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী! কিন্তু রাজনীতিকরা কেনো নিরাপত্তা পেল না? কেনো স্বার্থপরের মতো তিনি ও তার সরকারি কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে...