ঢাকা: হংকং ২০১৮ সালের বিধ্বংসী মানখুট ঝড়ের পর আবারও সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের হুমকির মুখে পড়েছে। সুপার টাইফুন রাগাসা ফিলিপাইন উপকূল অতিক্রম করে এখন হংকংয়ের দিকে ধেয়ে আসছে। হংকং অবজারভেটরি জানিয়েছে, এই ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২২০ কিলোমিটার (১৩৭ মাইল) এবং এটি সাফির-সিম্পসন হারিকেন স্কেলের ক্যাটাগরি-৪ মাত্রার সমান শক্তির।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঘূর্ণিঝড়টি হংকং থেকে প্রায় ৪৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। ঝড়ের প্রভাবে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এছাড়া, মঙ্গলবার ও বুধবার হংকংসহ দক্ষিণ চীনের অন্যান্য অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে জিজিন গোল্ড ইন্টারন্যাশনাল কোম্পানির ৩.২ বিলিয়ন ডলারের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) স্থগিত হতে পারে, যা সাম্প্রতিক সময়ে বিশ্বের অন্যতম বৃহৎ আইপিও হিসেবে গণ্য হয়।হংকং অবজারভেটরি জানিয়েছে, মঙ্গলবার থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু...