২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম গত রবিবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর। কাবুল থেকে দিল্লিগামী একটি বিমানের ল্যান্ডিং গিয়ারের কম্পার্টমেন্টে লুকিয়ে ভারত পৌঁছে যায় ওই কিশোর। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) বিমান অবতরণের পর এ ঘটনা প্রকাশ্যে আসে। কর্মকর্তারা জানান, কিশোরটি মূলত ‘কৌতূহল’ থেকে এমন বিপজ্জনক সিদ্ধান্ত নেয়। সরকারি সূত্র অনুযায়ী, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেঙে কেএএম এয়ার-এর ফ্লাইট আরকিউ-৪৪০১-এর পেছনের ল্যান্ডিং গিয়ারের কম্পার্টমেন্টে ঢুকে পড়ে ওই কিশোর। কাবুল থেকে উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর সকাল ১১টার দিকে বিমানটি দিল্লিতে অবতরণ করে। বিমান অবতরণের পর কিশোরকে বিমানের চারপাশে ঘোরাঘুরি করতে দেখে এয়ারলাইন কর্মীরা নিরাপত্তা কর্মীদের খবর দেন। পরে জানা যায়, ওই কিশোর আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ...