ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা কর্মব্যস্ত জীবন শেষে মানুষ একসময় অবসরজীবন শুরু করেন। তবে এখন অবসরজীবন মানে শুধু বিশ্রাম নয়; বরং অনেকে এটি দারুণভাবে উপভোগ করতে চান। কর্মজীবনে ব্যস্ততার কারণে যেসব শখ পূরণ করতে পারেননি, সেগুলো পূরণ করতে নেমে পড়েন। কেউ বেরিয়ে পড়েন ভ্রমণে, কেউ ঝাঁপিয়ে পড়েন শখের কাজে। আবার কেউ রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়, শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবন কাটাতে পাড়ি দেন অন্য দেশে। অবসরভোগীদের জন্য কিছু দেশের বিশেষ ভিসা প্রকল্প রয়েছে। এসব দেশ সারা বিশ্বের অবসরভোগীদের জন্য অপেক্ষাকৃত সাশ্রয়ে মানসম্মত জীবনযাপনের প্রস্তাব দেয়, থাকে স্থায়ী হওয়ার সুযোগ। এ ধরনের সুবিধা থাকা দেশগুলোর তালিকায় রয়েছে পর্তুগাল, মরিশাস ও স্পেন। ভিনদেশের নাগরিকত্ব, ভিসা ও বিদেশে স্থায়ীভাবে বসবাস–সম্পর্কিত তথ্য ও পরামর্শ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল সিটিজেন সলিউশনস সম্প্রতি তাদের ‘রিটায়ারমেন্ট রিপোর্ট-২০২৫’...