রাজধানীর টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে দুই জন ফায়ার ফাইটারের শরীরের শতভাগ দগ্ধ হয়েছে। যেখানে চল্লিশ ভাগের বেশি পুড়ে যাওয়া আশঙ্কাজনক বলে জানিয়েছেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসার খোঁজ নিতে গেলে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। সোমবার বিকেলে টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে দুজন ফায়ার ফাইটার ১০০ শতাংশ দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, আহত ফায়ার ফাইটারদের হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে দুজন ফায়ার ফাইটার শতভাগ দগ্ধ হয়েছেন। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। চল্লিশ...