২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম নীলফামারীর বাণিজ্যিক কেন্দ্র সৈয়দপুরে রেডিমেড পোশাক রপ্তানিতে বড় ধস নেমেছে। ঝুট কাপড় দিয়ে তৈরি এসব পোশাকের রপ্তানি হঠাৎ অর্ধেকে নেমে আসায় স্থানীয় অর্থনীতি ও শত শত পরিবারের জীবিকা মারাত্মক সংকটে পড়েছে। এক্সপোর্টেবল স্মল গার্মেন্টস ওনার্স অ্যাসোসিয়েশন (ইএসজিওএ) জানিয়েছে, ভারতের সাত ধরনের পণ্যের আমদানি স্থগিতের কারণে এই সংকট দেখা দিয়েছে। স্থলবন্দর দিয়ে গার্মেন্টস আমদানি নিষিদ্ধ হওয়ায় সৈয়দপুর থেকে পোশাক রপ্তানি প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এর ফলে কর্মসংস্থান ও আয়ের ওপর ভয়াবহ প্রভাব পড়ছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সমুদ্রপথে রপ্তানি এখন অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ হয়ে উঠেছে। আগে যেখানে ২০ হাজার টাকায় পণ্য পাঠানো যেত, এখন সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজার টাকা। একই সঙ্গে সময়ও লাগছে ২০-২৫ দিন।...