পাবনার বেড়া উপজেলার নাকালিয়ার বাসিন্দা ধনঞ্জয় পাল ৪০ বছর ধরে বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরি করছেন। এবছরও তিনি ছয়জন কারিগর নিয়ে ৯টি মন্দিরের জন্য প্রতিমা তৈরির কাজ করছেন। তার বানানো সর্বোচ্চ বাজেটের প্রতিমা ১ লাখ টাকা, যা পাবনা শহরের পাথরতলার রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরের জন্য তৈরি করা হয়েছে। বর্তমানে রঙ ও ফিনিশিংয়ের কাজ চলছে। বাকি ৮টি প্রতিমার ক্ষেত্রেও একই অবস্থা। দুর্গাপূজাকে সামনে রেখে প্রায় আড়াই মাস ধরে চলা ব্যস্ততার মধ্যে কারিগররা এখন বিপুল পরিশ্রমের পর খুশি হওয়ার সুযোগ পাচ্ছেন না। ধনঞ্জয় পাল জানান, আগের মতো প্রতিমা তৈরিতে লাভ নেই। দিন দিন মণ্ডপগুলোর বাজেট কমছে। সুনিপুণ কারুকাজ থাকলেও কম বাজেটে পূজা সম্পন্ন করাটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, গত দশ বছরে প্রতিমা তৈরিতে খরচ দ্বিগুণেরও বেশি বেড়েছে, কিন্তু আয় বাড়েনি। এতে পেশাটি...