২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ পিএম আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।সভায় পূজাকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এবার সাভারে ২১৪টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়। সভাপতির বক্তব্যে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলেন,"শারদীয় দুর্গাপূজা আমাদের দেশের একটি অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে সর্বত্র আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। তবে আনন্দ উদযাপনের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা...