২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম রংপুর সিটি কর্পোরেশনে অটোরিকশার লাইসেন্স নিয়ে দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে তুলে নিয়ে লাঞ্চিত করার ঘটনায় রতন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নগরীর খামার মোড় এলাকা থেকে কোতয়ালি থানা পুলিশ তাকে আটক করে। গ্রেফতার রতন মামলার ৫ নম্বর আসামি। পুলিশ জানায়, রতনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। উল্লেখ্য, গত রোববার কাচারী বাজার এলাকা থেকে সাংবাদিক বাদলকে মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া রকি নামের এক যুবকের নেতৃত্বে ৭–৮ জন সন্ত্রাসী তুলে নিয়ে যায়। পরে সিটি কর্পোরেশনের নতুন ভবনের নির্বাহী কর্মকর্তার কক্ষে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করে এবং চড়-থাপ্পড়সহ গালিগালাজ করে। এ ঘটনার...