উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থতার শৃঙ্খলায় আটকে আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) এক শতাংশও কার্যকর করতে পারেনি মন্ত্রণালয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জানিয়েছে, চলতি অর্থবছরের এডিপিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ ১২,২৯৪ কোটি টাকা। জুলাই ও আগস্টে মোট ব্যয় হয়েছে মাত্র ৩৭ কোটি ৫০ লাখ টাকা। এ অনুযায়ী বাস্তবায়নের হার মোট বরাদ্দের মাত্র ০.৩০ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, এই বাস্তবায়নের হার শুধু হতাশাজনক নয়, বরং বড় ধরনের অদক্ষতা ও ব্যর্থতার প্রতিফলন। স্বাস্থ্য খাতে বরাদ্দ অপ্রতুল এবং বাস্তবায়ন ব্যর্থ হওয়ায় উন্নয়ন কার্যক্রম প্রায় থেমে আছে। আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের এডিপিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ১৫ প্রকল্পে বরাদ্দ রয়েছে ৭ হাজার ৪৮৪ কোটি...