দেশের স্বর্ণ বাজারে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২২ সেপ্টেম্বর) স্বর্ণের ভরিতে ১ হাজার ৮৮৯ টাকা বৃদ্ধি ঘোষণা করেছে। ফলে আজ স্বর্ণের ভরিতে মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক স্বর্ণের মূল্য ও দেশীয় চাহিদার প্রভাবেই এই দাম পরিবর্তন এসেছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে ১ হাজার ৭৯৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক...