দলীয় মনোনয়ন প্রশ্নে বিএনপির অনেক নেতা ‘সবুজ সংকেত’ পেয়েছেন বলে যে খবর প্রকাশিত হয়েছে তা উড়িয়ে দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “কোনো নির্বাচনি এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো, তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। “বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়।” মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের কিংবা যেকোনো নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ড পালন করে এবং এ ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। আমাদের পার্লামেন্টারি বোর্ড, আপনারা জানেন যে- স্ট্যান্ডিং কমিটি যেটা, সেটাই পার্লামেন্টারি বোর্ড; সভাপতিত্ব করেন চেয়ারম্যান। “সুতরাং...