বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে যে নির্বাচন ব্যবস্থা দেশের মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে যে নির্বাচন ব্যবস্থা দেশের মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে, দেশ আবারও তেমন একটি নির্বাচনের দিকেই এগুচ্ছে। তিনি বলেন, “এই পরিস্থিতি থেকে উত্তরণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে খুলনা সরকারি বিএল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ছাত্রশিবির বিএল কলেজ শাখার সভাপতি হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান...