ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজিব খন্দকারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এবং সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল। মঙ্গলবার র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন টেপাখোলা মাস্টার কলোনীতে একটি অভিযান পরিচালনা করে র্যাব ও সেনাবাহিনী। অভিযানে সজিব খন্দকারকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সজিব খন্দকারের বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও...