দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ‘অতীত গল্পগুলি’ শিরোনামের গানটি শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে এফ.এ. মিউজিকের ব্যানারে। গানটির কথা লিখেছেন এফ. এ. মিউজিকের কর্ণধার, গীতিকবি ফারুক আনোয়ার। সুর ও সংগীত করেছেন সংগীত পরিচালক সম্রাট আহমেদ। ইতিমধ্যে এই মিউজিক চ্যানেলটি প্রবীণ শিল্পীদের নিয়ে কাজ করে বেশ প্রশংসিত হয়েছে এবং সংগীতাঙ্গনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। নতুন গান নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বহুদিন পর এমন একটি গান, যা আমার মন ছুঁয়ে গেল। এটি গাওয়ার অভিজ্ঞতা আমাকে অন্যরকম আনন্দ দিয়েছে। ধন্যবাদ ফারুক আনোয়ারকে, যিনি আমার জন্য একটি চমৎকার মনের মতো গান লিখেছেন এবং গানের কথাগুলোর গভীরতা ব্যাপক। তরুণ প্রতিভাবান ও মেধাবী সম্রাট আহমেদের দক্ষ সুর ও সংগীত আয়োজন গানটিতে ভিন্নতা...