পিএসজির হয়ে গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন দোন্নারুম্মা। ব্যালন দ’র পুরস্কারের আয়োজনে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফি জিতে নিয়েছেন তিনি। গত মৌসুমে পিএসজির ঐতিহাসিক ট্রেবল জয়ে ভড় ভূমিকা ছিল ইতালিয়ান এই গোলকিপারের। প্যারিসের ক্লাবটিতে চার বছরের পথচলায় চারটি ফরাসি লিগসহ মোট ১০টি ট্রফি জিতেছেন তিনি। তার পরও এই মৌসুমে তিনি হয়ে ওঠেন ব্রাত্য। কারণ কোচ লুইস এনরিকে দলে চান ভিন্ন ঘরানার গোলকিপার। হতাশ ও হতভম্ব দোন্নারুম্মা দলবদলের শেষ সময়ে পাড়ি জমান ম্যানচেস্টার সিটিতে। যেভাবে পিএসজি ছাড়তে হলো, এ নিয়ে আক্ষেপের কথা আগেও বলেছেন দোন্নারুম্মা। ইয়াশিন ট্রফি জয়ের পর আবার তাকে জিজ্ঞেস করা হলো, পিএসজিকেই থাকতে চেয়েছিলেন কি না। ২৬ বছর বয়সী গোলকিপার অকপটেই জানালেন মনের কথা। “হ্যাঁ (থাকতে চেয়েছিলাম)… যখন এত ইতিবাচক কিছুর মধ্য দিয়ে যাচ্ছি, দারুণ সব বন্ধুর...