গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ তিন ফায়ার কর্মীকে চিকিৎসাসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দগ্ধদের যত ধরনের সহায়তার প্রয়োজন তা সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। চিকিৎসায় কোনো অবহেলা হবে না। মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি টঙ্গীর দুর্ঘটনার রোগীদের দেখতে গিয়ে তিনি এই আশ্বাস দেন। এ সময় কেমিক্যাল গোডাউন অপসারণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুরান ঢাকায় যখন কেমিক্যাল দুর্ঘটনা ঘটে এরপর সেই গোডাউনগুলো মুন্সিগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয়েছে। টঙ্গীর ঘটনাটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে। সোমবার ( ২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার সাহারা সুপার মার্কেট সংলগ্ন একটি রাসায়নিকের গুদামে...