বোধনের মধ্য দিয়ে দূর্গোৎসব শুরু আগামী ২৮ সেপ্টেম্বর। আর মাত্র ৫ দিন বাকি। উৎসবকে ঘিরে ইতোমধ্যেই উপজেলার প্রতিটি মণ্ডপে প্রতিমা সাজানোর ব্যস্ততা চলেছে। পার্বতীপুর পৌরসভাসহ ১০ ইউনিয়নে এবার ১৩৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। প্রতিটি মণ্ডপে থাকবে সিসি ক্যামেরা। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পার্বতীপুর উপজেলার তথ্য মতে, উপজেলায় এবার ১৩৮টি পূজা মণ্ডপ তৈরি হচ্ছে। এর মধ্যে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নে ২৩, মন্মথপুর ইউনিয়নে ২৫, রামপুর ইউনিয়নে ১৩, পলাশবাড়ী ইউনিয়নে ৯, চন্ডিপুর, হাবড়া ও হরিরামপুরে ১১, মোমিনপুর ইউনিয়নে ১২, মোস্তফাপুর ইউনিয়নে ৭, হামিদপুর ইউনয়নে ৩ এবং পৌরসভায় ১৩টি পূজা মণ্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিক । বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পার্বতীপুর উপজেলা সভাপতি শ্রী কৈলাশ প্রসাদ সোনার বলেন, পৌরসভায়...