ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অবরুদ্ধ গাজায় অবস্থানরত হামাস ও তার মিত্রদের ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণের জন্য আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই বার্তা দিয়েছেন। আব্বাস বলেন, ‘হামাস এবং তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। আমাদের লক্ষ্য একটি একতাবদ্ধ রাষ্ট্র—যেখানে সাধারণ নাগরিকদের হাতে কোনো অস্ত্র থাকবে না, রাষ্ট্র পরিচালিত হবে আইনের আওতায় এবং থাকবে একটি বৈধ নিরাপত্তা বাহিনী।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধ শেষ হলে তিন মাসের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকারের দায়িত্ব থাকবে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের আয়োজন করা। হামাস শাসনব্যবস্থায় কোনো ভূমিকা রাখবে না। তাদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র জমা দিতে হবে।’ আব্বাস সম্মেলনে যুদ্ধবিরতির তাগিদ দেন...