নির্বাচনের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (২২ সেপ্টেম্বর)। সভা শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ও বিসিবির আইন উপদেষ্টা মাহিন রহমান। ক্রিকেট বোর্ড সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেন তারা।আগামী তিন বছরের জন্য বিপিএলে যুক্ত হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)। আর পূর্ণনির্ধারিত সময় অনুযায়ী ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবি সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।বিপিএল নিয়ে তিনি বলেন, ‘আমরা টার্গেট করছি বিপিএল ডিসেম্বর-জানুয়ারিতে করার। এ বিষয়ে অনেক কাজ বাকি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী বোর্ড। আপনারা জানেন, এটি ছিল আমাদের শেষ বোর্ড মিটিং। তবে বলা যায়, প্রস্তুতির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন বাকি সবকিছু নির্ধারণ করবে নতুন বোর্ড।'বিপিএলের...